Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

‘ছাবা’-র ঝলকে বড় চমক, শম্ভাজি মহারাজের চরিত্রে দুর্ধর্ষ ভিকি!

Updated : 20 Aug, 2024 5:06 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

মুম্বই: ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র শম্ভাজি মহারাজের ভূমিকায় নজর কাড়লেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। প্রকাশ্যে এল লক্ষ্মণ উতেকার (Laxman Utekar) পরিচালিত ছবি ‘ছাবা’ টিজার (Chhaava Teaser)। সেখানেই শম্ভাজি বেশে নেটিজেনদের নজর কাড়লেন ভিকি। এর আগে তাঁকে একাধিক জনপ্রিয় এবং ঐতিহাসিক চরিত্রে দেখা গেছে। এবার শম্ভাজি মহারাজের ভূমিকায় পয়লা ঝলকেই মাত করলেন অভিনেতা। ভিকি অনুরাগীরা বলছে, “গায়ে কাঁটা দিচ্ছে।”

ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) পরবর্তী সময়ে তাঁর সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করা সহজ হবে বলেই মনে করেছিল বিপক্ষরা। কিন্তু পিতার মতোই তেজী, দুঃসাহসী, বলিষ্ঠ পুত্র শম্ভাজির দাপটে পরাস্ত হয় বিপক্ষরা। শম্ভাজি মহারাজ (Chhatrapati Sambhaji Maharaj) যেমন হয়ে ওঠেন রাজধর্মের বাহক, তেমনই ধার্মিক। মারাঠা সাম্রাজ্যের সেই অধ্যায়ই এবার আসছে ছবির পর্দায়। ছবিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত। শম্ভাজি মহারাজের স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)-কে। চলতি বছরের ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ছাবা’।