Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

‘ব্রেকফাস্ট ডেট’-এ রশ্মিকা-বিজয়

Updated : 26 Nov, 2024 6:24 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Aiyushe Maity

কলকাতা: লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন বিজয়-রশ্মিকা? ইন্ডাস্ট্রির অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে তারা নাকি একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বলিউডের আলোচিত দুই তারকা রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরকোন্ডার (Vijay Deverakonda) সম্পর্কের গুঞ্জন আবার শিরোনামে। যদিও সম্পর্ক নিয়ে দুজনের কেউই মুখ খোলেনি। তাদের রসায়ন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ছে। কথায় বলে প্রেম বাতাসে ভাসে, তা কি আর চাপা থাকে। সম্প্রতি তাদের একটি লাঞ্চ ডেটের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রথমে ‘গীত গোবিন্দম’, তার পর ‘ডিয়ার কমরেড’, দুই ছবিতেই রশ্মিকা-বিজয়ের জুটি নজর কেড়েছে দর্শকের। সম্প্রতি অভিনেতা স্বীকার করে নেন তিনি ‘সিঙ্গল’ নন। কার সঙ্গে সম্পর্কে আছেন তা জানাননি। বারবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। অনেকের মতেই তাঁরা প্রেম করছেন। সম্প্রতি রশ্মিকা ও বিজয়কে একসঙ্গে এক রেস্তোরাঁয় লাঞ্চে গিয়েছিলেন। খোলা আকাশের নীচে, একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন তাঁরা। আর সেখানেই তাঁদের ক্যামেরাবন্দি করেছেন এক অনুরাগী। ছবি ভাইরাল হতেই বেড়েছে জল্পনা। বিজয়ের পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছেন রশ্মিকা। নীল পোশাক, মাথায় টুপি। উল্টোদিকে একজন মহিলা বসে। পিছন থেকে মুখ দেখা সম্ভব নয়। তবে ওই একই পোশাক পরে ছবি পোস্ট করেছেন রশ্মিকা। ছবি দেখে নেটিজেনদের স্পষ্ট দাবি, বিজয় ও রশ্মিকা একসঙ্গেই রয়েছেন।