আজ বিজয়া দশমী, আকাশে বাতাসে বিষাদের সুর
কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। আকাশে বাতাসে বিসর্জনের বিদায় সুর। আজ মায়ের বিদায়। আবার এক বছরের অপেক্ষা। আজ মঙ্গলবার বিজয়া দশমী। চোখের জলে মাকে বিদায় দিতে হবে। বোধ হয় তাই আকাশও মুখ ভার করে রয়েছে।
বিদায়ের করুণ সুর অবশ্য নবমীর রাত থেকেই বাজতে শুরু করেছে। তাই নবমী নিশিতে শহর থেকে গ্রামে ভিড় উপচে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতা-সহ বিভিন্ন জেলায়, কোথাও হাল্কা, কোথাও ভারী বৃষ্টি হয়েছে। তবে বিকেলের পর আর বৃষ্টি হয়নি। বৃষ্টি থামতেই পথে নেমে পড়েছে কাতারে কাতারে মানুষ।
মঙ্গলবার সকালেই শহর ছাড়িয়ে গ্রামেও বহু মণ্ডপে শুরু হয়ে গিয়েছে মাকে বিদায়বরণের পালা। চলছে সিঁদুর খেলা। ঘাটে ঘাটে বিসর্জনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইতিমধ্যেই দুই একটি বাড়ির ঠাকুর বিসর্জনও হয়ে গিয়েছে।
টাকিতে ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন দেখার জন্য সকালেই ভিড় জমিয়েছে বহু মানুষ। এই একটি দিনেই দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। বেলা যত বাড়ছে, ভিড়ও ততই বাড়ছে টাকিতে।