
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ রান করে কী কী রেকর্ড গড়লেন বিরাট কোহলি?
Updated : 16 Jan, 2023 6:26 PM
AE: Samrat saha
VO: Joyjyoti Ghosh
Edit: Arpan Ghosh
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে কথা বলল বিরাট কোহলির ব্যাট। ১১০ বলে ১৬৬ রান এলো কোহলির ব্যাট থেকে। তাও নট আউট থেকেই মাঠ ছাড়েন কিং কোহলি। বিরাটের ইনিংসে ৮টি ছক্কা ছিল, যা এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা তাঁর। এক দিনের ক্রিকেটে আজকের ম্যাচ নিয়ে ৫ বার ১৫০-র বেশি রান করলেন বিরাট কোহলি। এখানেই শেষ নয়, আজকের ম্যাচে আর কী কী নজির গড়লেন কোহলি শুনে নিন
Tags: