অনুষ্কার ছবি তোলায় গোঁসা বিরাটের?
নয়াদিল্লি: অনুষ্কার (Anushka Sharma) ছবি তোলায় বিরক্ত বিরাট (Virat Kohli)! সাংবাদিকের সঙ্গে বাদানুবাদ। বৃহস্পতিবার মেলবোর্ন এয়ারপোর্টে (Melbourne Airport) এই ঘটনা ঘটেছে। সাংবাদিক অনুষ্কার ও তাঁর সন্তানদের ছবি তুলেছে এটা পছন্দ হয়নি কিং কোহলির। এক মহিলা সাংবাদিকের (Journalist) সঙ্গে এই তর্ক হয়েছে। কোহলি মেলবোর্ন বিমাবন্দরে নামার পর ওই সাংবাদিক তাঁর ভিডিয়ো করেন। তাতেই চটে যান বিরাট। এমনিতেই অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে সময়টা ভালো যাচ্ছে না বিরাটের। তার উপরে বিমানবন্দরে নামতেই একের পর এক ক্লিক।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার আইনে প্রকাশ্য স্থানে কোথাও ছবি বা ভিডিয়ো করায় নিষেধাজ্ঞা নেই। কী বললেন কোহলি? ‘বাচ্চাদের সঙ্গে আমার একটু ব্যক্তিগত জীবন দরকার’। ছবি মুছে দিতে বললেন সাংবাদিককে। মুম্বই এয়ারপোর্ট থেকে অস্ট্রেলিয়া সফরের আগেও তিনি সাংবাদিকদের ছবি তুলতে দেননি। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে চলেছে মেলবোর্ন টেস্ট। তার আগে দলের সঙ্গে তিনি মেলবোর্ন রওনা হননি। পরিবারের সদস্যদের সঙ্গে যান।