Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ জুন ২০২৫ |
K:T:V Clock

বিরাটকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বিয়ার আনল বাডওয়েইজার

Updated : 16 May, 2025 8:20 PM
AE: Arijit Ghosh
VO: Tosmina Khatun
Edit: Mousumi Biswas

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে সম্মান জানাচ্ছে গোটা বিশ্ব। শুধু ক্রিকেট নয়, ফুটবল থেকে টেনিস, সমস্ত ধরনের ক্রীড়া জগতের মানুষ সম্মান জানিয়েছেন। এমনকী ক্রীড়া দুনিয়ার বাইরের ব্যক্তিত্বরাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবার বিরাটকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ এডিশনের বিয়ার বের করল নামী পানীয় প্রস্তুতকারক সংস্থা বাডওয়েইজার (Budweiser)।

নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে বাডওয়েইজার ইন্ডিয়া (Budweiser India)। ছবিটি একটি বিয়ারের ক্যানের। এই সংস্থার ক্যান যেমন দেখতে হয়, সেরকমই দেখতে। সোনালি রংয়ের উপর কালো দিয়ে লেখাজোখা। তবে ক্যানের গায়ে বড় করে ১৮ নম্বর লেখা যে নম্বরের জার্সি পরেন বিরাট। ক্যানের পিছনে রয়েছে তাঁর সেঞ্চুরির সংক্ষিপ্ত ‘ইতিহাস’।

টেস্ট কেরিয়ারে ৩০টি শতরান করেছেন ভারতীয় মহাতারকা। ২০১২ সালে অ্যাডিলেড ওভালে ১১৬ রানের ইনিংস দিয়ে শুরু। শেষও সেই অস্ট্রেলিয়ায়, ২০২৪-এর পার্থ স্টেডিয়ামে অপরাজিত ১০০। পানীয় প্রস্তুতকারক সংস্থা ৩০টি সেঞ্চুরিতে বিরাটের রান সংখ্যা, সাল, স্টেডিয়াম এবং কোন দেশে সেই কীর্তি তা লিপিবদ্ধ করে রেখেছে।

প্রসঙ্গত, বিরাটের টেস্ট-অবসর নিয়ে বেশ খানিকটা রহস্য ঘনীভূত হয়েছে। শোনা যাচ্ছিল, ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলার কথা ভাবছিলেন তিনি। সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হেড কোচ গৌতম গম্ভীর নাকি নির্বাচক প্রধান অজিত আগরকরকে জানিয়ে দেন, তিনি বিরাট এবং রোহিতকে ছাড়াই দল নিয়ে যেতে চান। রোহিত শর্মা আগেই লাল বলের ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন।