Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

নিজের হাতে মেঘ ছুঁয়ে ফিরে আসা যায়! ঘুরে আসুন এই অফবিট লোকেশনে

Updated : 29 Nov, 2023 8:50 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: যাঁরা পাহাড়কে একবার ভালোবেসে ফেলেছেন, তাঁদের কাছে আর অন্য কোনও প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি সেভাবে কার্যকর হয় না। পাহাড়ের বিশালতা আর সৌন্দর্যে মিশে থাকে এক রহস্যময় রোমাঞ্চ। আর পাহাড়প্রেমীদের সেই রোমাঞ্চই বার বার ডাকে। কিন্তু পাহাড় বলতে অনেকেই বোঝেন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর কাশ্মীর। এবার একটু উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে পারেন। অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, মেঘালয় রাজ্যগুলি যেন এক একটি রূপকথার রাজ্য। তবে, মেঘালয়ের কিছু স্থান পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তাই দেরি না শীতে বন্ধুরা মিলে বেড়িয়ে পড়ুন এই অফবিট জায়গাতে, যেখানে গিয়ে আপনি নিজের হাতে মেঘ ছুঁয়ে ফিরে আসতে পারবেন।

ছবির মতো সুন্দর রাজ্য মেঘালয়। এই দেশে মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। মেঘ বালিকারা ছুটে চলে যায় মাঠ-ঘাট দিয়ে। মেঘের ভেলায় চড়ে সবাই ভেসে বেড়ায় বাতাসে। মেঘালয় ভ্রমণের কথা উঠলে প্রথমেই মনে আসে চেরাপুঞ্জি বা শিলং-এর নাম। কিন্তু এই রাজ্যেরই ‘নংজরং’ গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য একেবারে নৈসর্গিক। সবুজে ঘেরা একটি ছোট্টো গ্রাম হল ‘নংজরং’। গ্রামের পথে দাঁড়িয়ে একটু উপরের দিকে তাকালে সহজেই মেঘ ছুঁতে পারবেন। বর্তমানে এই জায়গাটি ধীরে ধীরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।