
বিদ্যুৎহীন বিশ্বভারতীতে হিমেল হাওয়া
বোলপুর: বিদ্যুৎ চক্রবর্তী সরতে বিশ্বভারতী (Visva Bharati University) জুড়ে ষেন উৎসবের মেজাজ (Celebratory Mood)। বৃহস্পতিবার সকালেই থেকে প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের মধ্যে উৎসবের মেজাজ (Celebratory Mood)। এদিন সকালে শান্তিনিকেতন ঐতিহ্যমন্ডিত ছাতিমতলা থেকে উপাসনা গৃহ পর্যন্ত বৈতালিকের মধ্য দিয়ে আশ্রম পরিক্রমা করেন তাঁরা। বৈদিক মন্ত্র পাঠ করে ছাতিমতলায় প্রতীকী উপাসনা করেন তাঁরা। রবীন্দ্রভবনের সামনে থেকে উপাসনাগৃহ পর্যন্ত শোভাযাত্রা করেন। এদিন তাঁরা শোভাযাত্রায় রবীন্দ্রসংগীতও গান।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabortys) মেয়াদকালে একাধিক বিতর্কে জড়িয়েছেন। অমর্ত্য সেনের বিতর্ক, মুখ্যমন্ত্রীকে আক্রমণ, প্রাক্তনীদের অসম্মান, শিক্ষক, অধ্যাপক এবং আশ্রমিকদের সঙ্গে নানা সময়ে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। তিনি চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে কার্যত উৎসবের মেজাজ দেখা গেল। মিষ্টিমুখ করতে দেখা গেল বিদ্যুৎ বিরোধী অধ্যাপকদের। এদিন শোভাযাত্রা শেষে প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের অভিযোগ করেন, দানব মুক্ত হল বিশ্বভারতী তথা শান্তিনিকেতন। বিগত পাঁচ বছরে অতিষ্ঠ করে তুলেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে।