Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

Shahrukh Khan | Vivek Agnihotri | বলিউডের ক্ষতি করছেন শাহরুখ খান,কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর

Updated : 20 Aug, 2023 12:06 AM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রির(Bollywood Industry) ক্ষতি করছেন শাহরুখ খান(Shahrukh Khan)।বলিউড বাদশার(Bollywood Badsha) বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দ্য কাশ্মীর ফাইলস্(The Kashmir Files) খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri)।সম্প্রতি একটি ইন্টারভিউতে পরিচালক জানিয়েছেন,তিনি শাহরুখের দারুণ ভক্ত।এমন ক্যারিশ্মা বলিউডের আর কোনও বলিতারকার নেই।কিন্তু সিনেমা নিয়ে যে রাজনীতি করছেন কিং খান(King Khan),তার প্রবল বিরোধিতা করেন তিনি।বিবেক মনে করেন শাহরুখের মতো সুপারস্টাররাই দিনের পর দিন বলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি করে যাচ্ছেন।পরিচালকের দাবি,মোটেও সাধারণ মানুষের কথা ভেবে ছবিতে অভিনয় করেন না কিং খান। শুধুমাত্র বক্স অফিসে(Box Office) লক্ষ্মীলাভের জন্যই মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবি(Main Stream Commercial Film) করেন তিনি। দুর্দান্ত জনসংযোগ,গ্ল্যামার ও স্টারডমের জোরেই বারবার বাজিমাত করেন কিং খান।পাশাপাশি শাহরুখের মতো তারকাদের মিডিওক্রিটি নিয়েও আপত্তি জানিয়েছেন পরিচালক।তাঁর মতে,এঁরা মনে করেন সাধারণ মানুষ খুব বোকা।যা তিনি মোটেও সহজভাবে মেনে নিতে পারেন না।কারণ,তিনি সাধারণ মানুষের কথা ভেবে ছবি তৈরি করেন।এবং তা সাফল্য পায়।অন্যদিকে,শাহরুখের মতো তারকারা ছবি করেন শুধুমাত্র বক্সঅফিসের কথা ভেবে।ছবি সাফল্য পেলে সব ক্রেডিট নিয়ে যান সুপারস্টাররা।তাই সিনেমা নিয়ে বলিউড তারকারা এবং তিনি দুই ভিন্ন মেরুর বাসিন্দা বলেই মনে করেন বিবেক অগ্নিহোত্রী।


তবে আগামী দিনে কি কোনদিন তবে শাহরুখ খানকে নিজের ছবিতে করবেন না পরিচালক?উত্তরে বিবেক সাফ জানিয়ে দেন,যদি শাহরুখ খান তাঁর মত করে কাজ করেন তবে একসঙ্গে কাজ করতে কোন সমস্যা নেই।তবে তার ছবিতে লেখক এবং পরিচালক সবসময়ই সামনের সারিতে থাকেন।অভিনেতা-অভিনেত্রীরা থাকেন নেপথ্যে।এমনটা মোটেও মেনে নিতে পারবেন না বলিউডের বেতাজ বাদশা।তাই কোনওদিনই তাঁদের একসঙ্গে কাজ করা হবে না বলেই মত বিবেক অগ্নিহোত্রীর।
প্রসঙ্গত,২৮ সেপ্টেম্বর বড়পর্দায় আসছে পরিচালকের নতুন ছবি দ্য ভ্যাকসিন ওয়ার।ঠিক তার আগেই মুক্তি পাবে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি জওয়ান।চলতি বছরের স্বাধীনতা দিবসেই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য ভ্যাকসিন ওয়ার-এর।কিন্তু পরবর্তীকালে ছবির মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা।গত বছর দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি যথেষ্ঠ বিতর্ক তৈরি করলেও বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল।সেই সাফল্যকে জিইয়ে রাখতে মারণরোগ কোভিড ১৯-এর টিকা আবিষ্কারের গল্পকে এবার রূপোলি পর্দায় তুলে ধরেছেন পরিচালক। ভারতের এবং বিদেশের বহু বিজ্ঞানী-গবেষকদের সঙ্গে আলাপ আলোচনার পরই দ্য ভ্যাকসিন ওয়ার ছবির গল্প-চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে নানা পাটেকর,অনুপম খের,পল্লবী যোশি,রাইমা সেন এবং সপ্তমী গৌড়াকে।স্বাধীনতা দিবসে দ্য ভ্যাকসিন ওয়ার মুক্তি না পেলেও এদিন প্রকাশ্যে এল ছবির টিজার।যে টিজারে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন নির্মাতারা।সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে দ্য ভ্যাকসিন ওয়ার।