Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

NCA-র দায়িত্ব থেকে গেলেন ভি ভি এস লক্ষ্মণ

Updated : 16 Aug, 2024 5:29 PM
AE: Hasibul Molla
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) দায়িত্বে থেকে গেলেন ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman)। আরও অন্তত এক বছর এনসিএ-র দায়িত্ব সামলাবেন তিনি। ২০২১ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর অর্থাৎ তিন বছরের চুক্তি ছিল প্রাক্তন ভারতীয় ব্যাটারের। তার মেয়াদ শেষ হওয়ার আগেই হল চুক্তি নবীকরণ।

লক্ষ্মণ এই দায়িত্বে থাকতে পারবেন কি না তা নিয়ে বড়সড় ধন্দ ছিল। কারণ জল্পনা উঠেছিল, কোনও এক আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির তাঁকে কোচ বা মেন্টর হিসেবে নিতে পারে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের (BCCI) কোনও পদে থাকা সম্ভব হত না। তবে এনসিএ-র দায়িত্বকেই শিরোধার্য করলেন ‘ভেরি ভেরি স্পেশ্যাল’, অর্থাৎ আইপিএল ২০২৫-এ কোনও ফ্র্যাঞ্চাইজির কোনও দায়িত্বেই থাকবেন না তিনি।