
অমিত-চাপে প্রস্তাবিত পদ্মমুখ লোকসভা ভোটে
Updated : 28 Dec, 2023 7:32 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
কলকাতা: ‘২৪-এ ৩৫ লোকসভা আসনে জেতার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর সেই লক্ষ্যপূরণে শাহি সফরের পরদিন থেকেই আটঘাট বেঁধে ময়দানে বঙ্গ বিজেপি (WB State BJP)। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সংখ্যায় সংসদীয় আসন চায় কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ তার পরের বছরের বিধানসভা ভোটের দিকে নজর রয়েছে মোদি-শাহ জুটির। বাংলায় গেরুয়া ঝড় তুলতে তাই এখন থেকেই প্রাথমিক প্রার্থী তালিকা (Proposed Candidate List) তৈরি করে ফেলেছে বঙ্গ নেতৃত্ব। যা পাঠানো হবে দিল্লিতে।
Tags: