১৫ ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার
কলকাতা: আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp
)। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন মুখ্য সচিব বলে। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকারের শিবির। মুখ্যসচিব জানান লোকসভা ভোটের আগেই এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে হবে অবলম্বে।
বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, দুয়ারে সরকার হওয়ার আগেই এখনও পর্যন্ত যা যা কাজ বাকি রয়েছে সেই সব কাজের টেন্ডার করে জমা দিতে হবে। কেন্দ্রীয় প্রকল্পের কোন কাজ ফেলে রাখা যাবে না। পঞ্চদশ অর্থ কমিশনের অনেক টাকা এখনও পর্যন্ত খরচ করা হয়নি বিভিন্ন জেলায়। সেই টাকাগুলো অবিলম্বে খরচ করতে হবে বলে নির্দেশ দেন। তার জন্য ১৫ ই ডিসেম্বরের মধ্যেই সব টেন্ডার করে দিতে হবে। আপনারা কোন টাকা ফেলে রাখবেন না।