Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ঘূর্ণিঝড় মিধিলির সরতেই বঙ্গে ফিরল শীতের আমেজ

Updated : 18 Nov, 2023 10:29 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: ঘূর্ণিঝড় মিধিলির সরতেই এক রাতে পারদ পতন। বঙ্গে ফিরল শীতের আমেজ। একধাক্কায় কমল তাপমাত্রা (Temperature Decreased)। যদিও হাওয়া অফিস বলছে, এখনই কলকাতা-সহ গোটা রাজ্যে পাকাপাকিভাবে ফিরছে না শীত। শনিবার সকাল থেকেই হেমন্তের হিমেল ছোঁয়া অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। ঘূর্ণিঝড় মিধিলি প্রভাবে শুক্রবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইছিল। ভোরের দিকে শরীরের কাঁপুনি ধরাচ্ছিল হাওয়া। কিন্তু ঝড় কেটে যেতেই আকাশ পরিষ্কার (Clear Sky Kolkata) হয়েছে। রাতের তাপমাত্রা কমে গিয়েছে খানিক। শীতের আমেজ ফিরেছে। আবার মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা সোম-মঙ্গলবার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ শহরতলিতে অস্বস্তিও থাকবে। সকাল, সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে। আগামী দু’তিন দিন কলকাতায় ২২ ডিগ্রির কাছে পারদ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে থাকবে। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে বাড়বে শীতের আমেজ।