Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

কলকাতা সহ ছয় জেলা ভাসছে বর্ষণে, ৩ ডিগ্রি পারদ পতন

Updated : 7 Dec, 2023 5:03 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বৃষ্টির (Rain) থেকে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। হাওয়া অফিস জানাছে, কলকাতা (Kolkata) সহ দক্ষিণের ছয় জেলা ভাসবে মাঝারি বর্ষণে। অকাল বৃষ্টির হাত ধরে একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায় (Kolkata Winter)। বুধবার বিকেল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছিল। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দমকা হাওয়াও। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকালেও আকাশের মুখভার। সকাল থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। মিগজাউম এখনও নিম্নচাপ হিসাবে মধ্য ভারতে অবস্থান করছে । মূলত তার জেরেই এই বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল অবধি বৃষ্টি চলবে কলকাতায়। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনভর কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও সারা দিনই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবারের পর রাজ্যে উত্তুরে হাওয়ার পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দুর্যোগ কাটলেই শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।