সপ্তাহের শেষে ১৫ ডিগ্রিতে তাপমাত্রা, জেলা জুড়ে শীতের আমেজ
কলকাতা: সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে ( South Bengal Weather) পরিষ্কার আকাশ। মেঘ মুক্ত আকাশ থাকায় দিনের বেলা কিছুটা উষ্ণতা অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প ( Humidity) থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে।
কলকাতায় সোমবার পরিস্কার আকাশই থাকবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা, ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিক সামান্য উষ্ণ থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে। ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস। জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ, সকাল সন্ধ্যা শীতের আমেজেই কাটবে পুজোর মরশুম। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।