Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

WBBSE | নবম ও দশমে প্রাইভেট পাবলিশার্সের বই প্রকাশ নিয়ে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের

Updated : 6 Jun, 2023 2:36 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: নবম ও দশমে প্রাইভেট পাবলিশার্স (Private Publishers) বা প্রকাশনা সংস্থার বই প্রকাশ নিয়ে এবার কড়া পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। বেসরকারি প্রকাশনা সংস্থাগুলি এতদিন যে বইগুলো (Book) ছাপত সেখানে ২০১৭ সালের টেক্সটবুক নম্বর দেওয়া থাকত। পর্ষদ বলছে, প্রকাশকদের শুধুমাত্র ২০১৭ সালের জন্যই ওই অরিজিনাল টেক্সটবুক নম্বর দেওয়া হয়েছিল। পরবর্তীকালে প্রকাশকরা নতুন করে নম্বর না নিয়ে পুরনো নম্বর দিয়েই বই প্রকাশ করছিল। এবার সেই ২০১৭-র অরিজিনাল টেক্সট বুক নম্বর তুলে নিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। 

একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, প্রাইভেট বা বেসরকারি প্রকাশনা সংস্থা যারা বই প্রকাশে ইচ্ছুক তারা যেন আগামী ২০ জুনের মধ্যে পর্ষদে আবেদন করে। তাহলে সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থাকেই টেক্সট বুক নম্বর ও বই প্রকাশের অনুমোদন দেওয়া হবে।