উচ্চমাধ্যমিকে প্রথম সেমিস্টারে বাধ্যতামূলক পাশ, বড় সিদ্ধান্ত সংসদের
কলকাতা: এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমিস্টারেই বাধ্যতামূলক হতে চলেছে পাশ। তবেই পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হওয়া যাবে। উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি সেমিস্টারে পাশ-ফেল থাকবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিছুদিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংসদ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার। রাজ্যে এবার বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার।২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সংসদ জানিয়েছে, প্রথম সেমিস্টার পাস করলেই পরবর্তী সেমিস্টারে বসতে পারবে পরীক্ষার্থীরা। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, গুণগত মানের কথা ভেবে সিদ্ধান্ত বদলের ভাবনা নেওয়া হয়েছে।