WBJEE Result 2023| জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার
কলকাতা: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল (WBJEE Result)। এবারের মেধাতালিকায় রাজ্যের বোর্ডের থেকে স্থান পেয়েছেন তিনজন। বাকি সাতজনের মধ্যে একজন ICSE বোর্ডের এবং ৬ জন সিবিএসই বোর্ড থেকে পাশ করেছেনএবারের জয়েন্টে ৯৯.৪ শতাংশ সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ শতাংশই এই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের। সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=twitkolkatatv&dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1662035373596327937&lang=en&origin=https%3A%2F%2Fkolkatatvonline.in%2Fkolkata%2F30440%2Fwbjee-result-2023-west-bengal-jee-result-rank-scorecard-kolkatatv-online-kolkata-news&sessionId=ce6d0fde9e2ecfc45f2660b197a76ada5007b8e8&siteScreenName=twitkolkatatv&theme=light&widgetsVersion=aaf4084522e3a%3A1674595607486&width=550px
জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার
জয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া।
মেধাতালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া।
চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত।
পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী।
ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত।
সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা।
অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।
নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু।
দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।
এবার ১ লাখ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭৪ শতাংশ পুরুষ। একজন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে কত র্যাঙ্ক হয়েছে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-তে যেতে হবে পরীক্ষার্থীদের।