Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ |
K:T:V Clock

সরস্বতী পুজোর আগেই শীতের খেলা শেষ! কেমন থাকবে আবহাওয়া?

Updated : 28 Jan, 2025 8:17 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Susmita Dey

শেষবেলায় আর দাপুটে খেলা দেখাতে পারবে না বঙ্গের শীত (Winter)। কারণ আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Weather Forecast)। সরস্বতী পুজোর সময় শীতের রেশ কমে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে (IMD), কলকাতা সহ আশেপাশের জেলায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। জানুয়ারি মাসের শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথমদিকে কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে যেতে পারে।

মঙ্গলবার সকালের দিকে আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা সামান্য নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ।

মঙ্গলবার এবং বুধবার দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Weather)। এমনকি উচ্চতর পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতও হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।