বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কোথায় বৃষ্টির পূর্বাভাস? জানুন আপডেট
বড়দিনের আগে জাঁকিয়ে শীতের (Winter) সম্ভাবনা তেমন নেই। কারণ, ইতিমধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। যদিও হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি (Rain Forecast) হলেও, আজ থেকে সেই সম্ভাবনাও কমবে। তাই আলিপুর থেকে জানানো হয়েছে, আসন্ন বড়দিনে দাপুটে শীতের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে মৌসম বিভাগ। একন একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) জেনে নিন।
বিগত ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় রাতের দিকের তাপমাত্রা সামান্য কমেছে। তবে দিনের তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের তুষারপাতের প্রভাবও দার্জিলিং সংলগ্ন এলাকায় অনুভূত হতে পারে।
রবিবার কলকাতায় (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ ছিল। আগামী সপ্তাহে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। শীতের আমেজ বজায় থাকবে। তবে জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।