তিলোত্তমার আকাশ জুড়ে ঘনঘোর বর্ষার সঙ্গী কাজলা মেঘ
কলকাতা: ভোর থেকেই ঘনঘোর বর্ষার প্রকৃত রূপ দেখল তিলোত্তমা। ভোররাতের দিকে প্রবল বৃষ্টি। তারপর কিছুক্ষণের বিরাম দেওয়ার পর ফের বৃষ্টি নামে কলকাতায়। আকাশ জুড়ে ঘন কালো মেঘ। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। রাতভর কখনও ইলশেগুড়ি, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাস্প স্থলভাগে ঢোকায় বাংলার বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট চলবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এমনিতেই ভারী বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
মৌসুমি অক্ষরেখার পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের আসার কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৬ অগাস্ট শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ওই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধসের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দুই এক জায়গায়।
কলকাতা ও সংলগ্ন আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে।