Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Weather Update | বর্ষার জলতরঙ্গ বঙ্গ জুড়ে, মৌসুমি বায়ু সক্রিয় দেশে

Updated : 26 Jun, 2023 1:51 AM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী দু তিনদিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দেশ জুড়ে বর্ষা নেমে গিয়েছে।

মধ্য আরব সাগর, মহারাষ্ট্র, কর্নাটক, তেলঙ্গনা, ছত্তিশগড়ে বর্ষা পৌঁছে গিয়েছে ২৪ জুন। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ও লাদাখে পৌঁছে গেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী দু’দিনের মধ্যে মুম্বই, দিল্লি সহ মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান এবং পঞ্জাবে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি অক্ষরেখা আলিবাগ, শোনপুর, নাগপুর, বক্সার, সিদ্ধার্থনগর, যমুনানগর, উনা ও দ্রাসের উপর দিয়ে রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা ও বাংলা উপকূলের এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে অভিমুখে রয়েছে।আবহাওয়া দফতরের সতর্কবার্তা আজ ও কাল মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে কয়েক জেলায়। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে।

অন্যদিকে, বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। মঙ্গল বা বুধবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা। গত সাত দিনের মতো না হলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জল বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। 

কলকাতায় সাধারণত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা আরও কিছুটা কমবে আগামী দু-দিনে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৬ শতাংশ। 

আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা নামবে ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওড়িশা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া, বিদর্ভ, কেরল, মাহি এবং রাজস্থানে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ দেশের বিভিন্ন এলাকায়।