Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Update Today | বর্ষার দরজা খুলল উত্তরে, অভিমানী দক্ষিণে

Updated : 18 Jun, 2023 4:42 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা ও আলিপুরদুয়ার: অবশেষে মুখ তুলে চাইল আকাশ। রবিবার ভোর থেকেই ভারী বৃষ্টি শুরুহয়েছে আলিপুরদুয়ারে। ইতিপূর্বেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ জারি থাকবে।সেই বার্তাকে সত্যি করে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে।ওই বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে এসেছে।এই মুহূর্তে আলিপুরদুয়ারের তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। সূত্রের পাওয়া খবর অনুযায়ী শহরের বেশকিছু ওয়ার্ড জলমগ্ন রয়েছে। শহরের ৮, ৯, ১৫, ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। জরুরি ভিত্তিতে সেই জল সরানোর কাজ শুরু করেছে পুরসভা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। সঙ্গে আসবে স্বস্তি। চরম তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। আর নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা।

প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বাংলায় বর্ষার প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত মালদহের উপরে তার অবস্থান। ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি। উত্তরবঙ্গে পাঁচ দিন পরে বর্ষার প্রবেশ হয়েছিল। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন।

উত্তরবঙ্গে আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। সোম ও মঙ্গলবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হালকা থেক মাঝারি বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পার্বত্য পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় চরম তাপপ্রবাহ চলবে আজও। রবিবার চরম তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। তাপপ্রবাহ চলবে মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায়। বাকি জেলাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া, গরম বাড়বে। সোমবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সোমবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।

কলকাতায় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯২ শতাংশ।  বৃষ্টি হয়েছে সামান্য।

অন্যদিকে, প্রচণ্ড তাপপ্রবাহ চলবে ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এলাকায়। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আগামী কয়েক দিন উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলঙ্গনাতে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এবং সমতলের দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শিলাবৃষ্টি এমনকি ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজস্থানে। সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজস্থানে সোমবার পর্যন্ত। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।