Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

WB Weather Today | বঙ্গে ধীর ছন্দে বর্ষার আগমন, গ্রীষ্ম বিদায় আসন্ন!

Updated : 12 Jun, 2023 5:44 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বঙ্গে। বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ। সোমবার সকালেই কলকাতা ও লাগোয়া অঞ্চলে একপ্রস্থ বৃষ্টি হয়েছে। আকাশ প্রধানত মেঘলা রয়েছে। আগের সেই হাঁসফাঁস গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলেছে শহরে।

আজ, সোম কিংবা কাল, মঙ্গলবার উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা। যদিও জলপাইগুড়িতে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলায় এবার দেরিতে হল বর্ষার আগমন। দক্ষিণবঙ্গে কবে বর্ষা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একটু বেশি থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।  দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ চলবে। বৃষ্টি হলেও বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া, গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতায় আজও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৮ শতাংশ।

অন্যদিকে, পূর্বাভাস মতো গতকাল রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবার থেকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রবিবার দিনভর বৃষ্টির দেখা সেইভাবে না মিললেও গভীর রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত। এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটাই। বর্ষা এবার দেরিতে ঢোকায় অস্বস্তিকর  আবহাওয়া তৈরি হয়েছিল উত্তরবঙ্গে। মূলত ডুয়ার্স এলাকায় বলা যেতে পারে, রেকর্ড তাপমাত্রা বেড়েছিল। পারদ ছুঁয়েছিল চল্লিশের ঘরে। বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। পাশাপাশি কৃষকরাও বৃষ্টির অভাবে সমস্যায় পড়েছিলেন। প্রাক বর্ষায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেটি অস্বস্তি বাড়িয়েছিল কয়েক গুণ। পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলা, পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।