রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, কনকনে ঠান্ডা! জানুন আবহাওয়ার পূর্বাভাস
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত (Winter) পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে কেটে গিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। তাই এবার শীতের (Weather Forecast) দোর খুলে যেতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের (North Bengal Weather) জন্য। উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) থাকলেও দক্ষিণে মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।
আলিপুর (Alipore Weather Office) জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাই শীতের আমেজ বজায় থাকবে এই অঞ্চলগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Weather) ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিক। দিনের বেলা আকাশ মেঘমুক্ত থাকবে। ৮ থেকে ১১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
তবে মঙ্গলবার উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের কিছু এলাকায় বৃষ্টি বা তুষারপাত হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের তাপমাত্রা আগামী তিনদিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একইভাবে, উত্তরবঙ্গেও ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে না। ওই অঞ্চলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।