বছর শেষে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন বিস্তারিত
কলকাতা: ডিসেম্বরের শেষ। কিন্তু বঙ্গে নেই শীতের দেখা। কলকাতা -সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন বঙ্গে জাঁকিয়ে শীতের নেই কোন পূর্বাভাস। যার জেরে বোঝা যাচ্ছে, বছর শেষে বঙ্গে জাঁকিয়ে শীত পড়বেনা। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে গরমের দাপট।
আজ অর্থাৎ বুধবার সকালের দিকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বজায় রয়েছে কুয়াশার দাপট। পাশাপাশি, উত্তরবঙ্গের ৫ জেলায় রয়েছে ভারী কুয়াশার সতর্কতা। বেলা বাড়লে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। যার জেরে বড়দিনের দিন হয়ত বঙ্গবাসী রোদ ঝলমলে দিনের সাক্ষী থাকতে পারবেনা।
এই আবহেই আজ বঙ্গের উপকূলবর্তী তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আজ রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, ও মুর্শিদাবাদে রয়েছে ভারী কুয়াশার সতর্কতা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যার জেরে বোঝাই যাচ্ছে বঙ্গে বর্ষশেষে নেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস। তবে বড়দিনের দিন দার্জিলিঙে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, হতে পারে তুষারপাতও। তাই যারা পাহাড়ের কোলে বর্ষশেষ উদযাপন করতে গেছেন তাঁদের বড়দিন যে ভালো যেতে চলেছে তা বোঝাই যাচ্ছে।