হু হু করে নামবে পারদ, দাপট বাড়বে উত্তুরে হাওয়ার! শীতের শুরু বাংলায়
কলকাতা: জাঁকিয়ে শীত বাংলায়। ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় পারা পতনের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ ডিসেম্বর থেকে হাড় কাঁপানি শীত পড়ার সম্ভবনা। আগামী কয়েকদিন জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকেই শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী। আগামী সপ্তাহে আরও নামবে পারদ। বৃহস্পতিবার থেকে রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। উইকএন্ডে শহর কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি বা তারও নীচে। জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী। তিন-চার দিন বৃষ্টিপাতের সম্ভবনা নেই।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
রাজ্য জুড়ে শীতের আমেজ। কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার আভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। কলকাতায় দুই ডিগ্রি নেমে গেল রাতের তাপমাত্রা। সকালে থেকেই কুয়াশা ধোঁয়াশা। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে।
৪ জেলায় ঘন কুয়াশার দাপট
ঘন কুয়াশার জন্য চারটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু-এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা।