
বঙ্গে শীতের বিদায়ঘণ্টা? জাঁকিয়ে ঠান্ডার আশা নেই, বরং রয়েছে বৃষ্টির চোখরাঙানি
উত্তুরে হাওয়ার গতি বাধা পাচ্ছে, যার ফলে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা ক্রমশ কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বরং নতুন সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে ঠান্ডা আপাতত প্রত্যাশিত নয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে শীতের দাপট কার্যত নেই বললেই চলে। কলকাতা ও গাঙ্গেয় বাংলায় উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ পরিষ্কার থাকবে। যদিও সকালে এবং রাতে হালকা শীতের আমেজ টিকে থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, কুয়াশার প্রভাব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং কয়েকটি জেলায় হালকা কুয়াশা পড়তে পারে। দার্জিলিং ও পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শুক্রবার ও শনিবার। উত্তরবঙ্গের বাকি অংশে শীতের আমেজ থাকলেও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
বুধবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর ফলে উত্তুরে হাওয়ার গতি আরও কমবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে রাজ্যে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষত, কলকাতা ও আশপাশের অঞ্চলে শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।
কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সোমবার তা সামান্য কমে ১৪ ডিগ্রি হতে পারে। আকাশ পরিষ্কার থাকবে এবং হালকা কুয়াশা পড়বে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।
পরিষ্কার আকাশ, হালকা শীতের আমেজ এবং সাময়িক বৃষ্টির সম্ভাবনা—এই মিলিয়েই নতুন সপ্তাহে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি গড়ে উঠবে। ফলে, জাঁকিয়ে শীতের প্রত্যাশা আপাতত স্থগিত বলেই মনে করছে হাওয়া অফিস।