
শীত ফেরাতে ভরসা বৃষ্টি? জানুন আবহাওয়ার বড় আপডেট
কলকাতা: জানুয়ারি মাস শেষ হতে চলল। দেখা নেই শীতের রাজ্যে (Winter in Kolkata)। রাজ্যের নানান প্রান্তে চলছে অল্প বিস্তর শীতের লুকোচুরি। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে পূর্বাভাস, সব জায়গায় না হলেও রাজ্যের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভবনা। বৃষ্টির ছাটে বারতে পারে শীতকাতুরে ভাব।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি বছর পশ্চিমীঝঞ্ঝার কারণে বারংবার বাধাপ্রাপ্ত হয়েছে শীত। উত্তুরে হাওয়ার দেখা নেই। তাই শীতও অনুভূত হয়নি। উত্তরের থেকে দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যদিও আগামী কয়েকদিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে।
রবিবার তাপমাত্রার খানিক পতনের সাক্ষী থাকবে বঙ্গবাসী। ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে প্রবেশ করবে পশ্চিমীঝঞ্ঝা। বর্তমানে ঘূর্ণবাতটির অবস্থান অসম ও আন্দামান সাগরে। ঘূর্ণবাতটির জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উত্তর ভারতের জেলাগুলিতে।
রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে ফের শীতের আমেজ মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে।
কলকাতার আবহাওয়া
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বিকেলের পর থেকে বয়েছে উত্তুরে হাওয়া। আপাতত, কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই।