
শীত বিদায়ের পথে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস
Updated : 15 Feb, 2025 2:46 PM
AE: Parvez Khan
VO: Pabitra Tribedi
Edit: Mousumi Biswas
কলকাতা: আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। কখনও খুব গরম আবার তার পরের দিনই ঠান্ডা আবহাওয়া। ফলে মানুষ কি করবে আর কি করবে না, সেই বুঝতেই গিয়েই হাঁপিয়ে উঠতে হচ্ছে তাদের।
দেশের বিভিন্ন অংশেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের ঝড়বৃষ্টির (Storm) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। দেশের বেশ কয়েকটি রাজ্য প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভিজবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ তারিখ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Begal) বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়ায়। এইসব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
Tags: