Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

‘বর্ষাকালীন সূর্য’ বিশ্বকর্মার পুজোর দিন আকাশে সূর্য থাকবে নাকি হবে বর্ষণ

Updated : 17 Sep, 2023 4:04 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: কথায় আছে দেবী দুর্গার আগমনের আগে ধরিত্রীকে সজ্জিত করতে মর্ত্যে আসেন কারিগর দেব বিশ্বকর্মা। বৃহদ্দেবতা গ্রন্থ অনুসারে বিশ্বকর্মা হলেন, ‘বর্ষাকালীন সূর্য’। আগামীকাল ১৮ সেপ্টেম্বর সোমবার বিশ্বকর্মা পুজো। তার আগে প্রকৃতিও দেখা মিলছে বর্ষাকালীন সূর্যের। বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ঝড়-বৃষ্টি চললেও গরম ছিল অস্বস্তিকর। আজও সেই ধারাই বজায় থাকবে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ সংলগ্ল এলাকায় কোথাও ভারী বৃষ্টি না হলেও রবিবার দক্ষিণবঙ্গর একাধিক জেলায় হালকা বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস জানাচ্ছে আজ তাপমাত্রা খানিকটা বাড়বে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হতে পারে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। তবে সোমবার থেকে ফের বৃষ্টির তাণ্ডবের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়। বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এরপর বুধবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে।

এদিকে, উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস।