Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

তাপপ্রবাহের দহন জ্বালা রাজ্যের ১৮ জায়গায়

Updated : 1 May, 2024 4:20 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: তাপপ্রবাহে (Heatwave) পুড়েছে দক্ষিণবঙ্গ (South Bangal)। মঙ্গলবার সাগরদ্বীপ ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় ছিল চূড়ান্ত তাপপ্রবাহ। কলকাতা-সহ ১৭টি জায়গায় হয়েছে তীব্র তাপপ্রবাহ। সব থেকে বেশি গরম ছিল কলাইকুন্ডায়। সেখানে মঙ্গলবার দিনের তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রার নিরিখে কলাইকুন্ডার পরেই রয়েছে পানাগড়। সেখানে মঙ্গলবার দিনের তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। তারপরে রয়েছে মেদিনীপুর, ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। চার জায়গাতেই চলেছে তীব্র তাপপ্রবাহ। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবারও দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৪২-এর নীচে নামবে না। রাতের তাপমাত্রাও থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, উষ্ণতায় বিচারে মরু রাজ্য রাজস্থানকে বেশ কয়েক ধাপ পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ১৮টি শহর এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহের কবলে। এই পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত রাজ্যের সর্বত্র বহাল থাকবে। পারদ সামান্য উত্থান পতন হলেও মোটের ওপর দাবদাহে পুড়বে বাংলা। আলিপুর জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী ৪ তারিখ পর্যন্ত সব জেলায় হিট ওয়েভের সতর্কবার্তা রয়েছে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। রাতের দিকে থাকবে অস্বস্তিকর পরিস্থিতিও।