উত্তরে বৃষ্টির লাল সতর্কতা, দক্ষিণে অস্বস্তি
Updated : 16 Jun, 2024 5:19 PM
AE: Krishnendu
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
উত্তরবঙ্গে জুনের শুরুতেই প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকেই বৃষ্টিতে কার্যত ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ। রবিবারও উত্তরের তিনটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে (Weather Update)।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
Tags: