বাড়ছে তাপমাত্রা, বসন্তেই ৩০-এর ঘরে পারদ!
কলকাতা: ভোরের দিকে হালকা মনোরম আবহাওয়া অনুভূত হলেও বেলা গড়ালেই রোদের ছ্যাঁকা এসে লাগছে গায়ে। হাওয়া অফিস বলছে, তিলোত্তমার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রির ঘরে (Temperature)। ফলে ফেব্রুয়ারির শুরুতেই কপালে দেখা দিয়েছে ঘামের রেখা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Update), আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের (South Bangal) কয়েকটি জেলায়। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। বুধবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।