কালবৈশাখীর দাপটে ভরা বসন্তেও ঝড়-বৃষ্টি
Updated : 20 Mar, 2024 6:33 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: বিগত কয়েকদিন ধরেই কালবৈশাখীর দাপটে ভরা বসন্তেও ঝড়-বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। বিগত দু’দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কালবৈশাখীতে লণ্ডভন্ড হয়েছে বেশ কয়েকটি জেলা। মঙ্গলবারের রাতের বৃষ্টিতে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি সেলসিয়াস।
Tags: