Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস!

Updated : 22 May, 2024 8:38 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির জেরে দুর্যোগের আশঙ্কাও থাকছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)। তাই বৃহস্পতিবার সকালের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের (South Bangal) জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা যতো বাড়বে গরম ও অস্বস্তি বাড়বে। বিকেলের দিকে কালবৈশাখীর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে বুধবার বিকেল থেকেই। মালদহ ও দুই দিনাজপুরে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।