শীতের আমেজে বৃষ্টি ভ্রুকুটি, বাড়বে তাপমাত্রা!
কলকাতা: কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতদিনের থেকে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা আরও কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনও তাপমাত্রায় এরকমই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে জানুয়ারির শেষে আবারও দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই সঙ্গে বাড়বে পাবে তাপমাত্রা। আগামী তিন-চারদিন তাপমাত্রায় বিশেষ বদল দেখা না গেলেও বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে আবার মেঘ জমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bangal) আকাশে।নতুন সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ফলে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।