ফের ঊর্ধ্বমুখী পারদ, বাংলায় বর্ষা ঢুকছে কবে?
ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাব কাটতে না কাটতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। মঙ্গলবার বিকাল থেকেই ভ্যাপসা গরমে ভুগছে দক্ষিণবঙ্গ (South Bangal)। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই (Weather Update)। তবে চলতি মাসের শেষে আবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।