রবি থেকেই হাওয়া বদল বঙ্গে, কী বলছে হাওয়া অফিস!
কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে দেখা যাচ্ছে কুয়াশার দাপট। শীতের আমেজ মেখে রবিবারের সকালটাও শুরু হল কুয়াশার চাদরেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (Weather Update), আপাতত জমিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। সেভাবে আর নামবে না তাপমাত্রার পারদ। তবে ভোরে ও রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে।
শনিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। আজ রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং ১৮ ডিগ্রির আশেপাশে থাকবে। দুই বঙ্গেই উত্তুরে হাওয়া অবাধে বইছে। ফলে হালকা শীত অনুভূত হচ্ছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাতিশীতোষ্ণ আবহাওয়া পাওয়া যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।