সরস্বতী পুজোর আগে ফের কনকনে ঠান্ডা বঙ্গে!
কলকাতা: কুয়াশার দাপট কাটিয়ে ফুরফুরে বসন্তের হাওয়া এসে লাগছে গায়ে। মাঘের শেষ লগ্নে ভোর রাত থেকেই শীতের আমেজে মিশেছে বসন্তের হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াম কমবে (Weather Update)। পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা একই থাকবে। সরস্বতী পুজোর আগে ফের শীতের ঠান্ডা অনুভব করবে বঙ্গবাসী। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হতে পারে বীরভূম ও নদিয়াতে। বাকি জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
আজ বুধবার, কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা মহানগরে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন থেকে চার দিন সেভাবে আবহাওয়ার বদলের কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে শহরে দৃশ্যমানতা কমবে কুয়াশার জন্য। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি।