ঊর্ধ্বমুখী পারদ, জানুন কী বলছে হাওয়া অফিস
Updated : 9 Mar, 2024 8:06 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
কলকাতা: ভোরের দিকে হালকা শিরশিরে ভাব সঙ্গে বসন্তের মিষ্টি রোদে শুরু হল শনিবারের সকাল। ভোর রাতে মনোরম আবহাওয়া কিন্তু বেলা গড়ালেই রোদের তেজ এসে লাগছে গায়ে। মার্চের প্রথম সপ্তাহেই গ্রীষ্মের তাপ অনুভব করেছেন বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (Weather Update), দোল উৎসব পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে, সকালে হালকা শীত, দুপুর গড়ালেই রোদের তেজ। তারপর থেকে বেশ কিছুটা বাড়বে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি সেলসিয়াল কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৫ ডিগ্রি ও ৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
Tags: