Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

উইকএন্ডের দফারফা! কলকাতায় উধাও শীত, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভবনা

Updated : 18 Dec, 2024 4:45 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: সপ্তাহের শুরুতে ছিক জাঁকিয়ে শীতের (Winter) আবহ। তবে মঙ্গলবার থেকে থেমেছে পারদ পতন। তাপমাত্রা খানিক ঊর্ধ্বমুখী। ভোরবেলা আর রাতের দিকে খানিক শীত অনুভূত হলেও দিনভর থাকছে গরম। ডিসেম্বরের শহরে ( Kolkata December) পিকনিক করার ফ্যান্টাসি ঘুচেছে। রীতিমতো গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। এদিন শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। হাওয়া অফিসে জানিয়েছে, কলকাতা শীতের সাময়িক ধাক্কা খেলেও, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। শীতের আমেজ কমবে ধীর ক্রমশ। কলকাতায় পারদ থাকবে ১৬ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার থেকেই শুরু হাওয়া বদল।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। বুধবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজ থেকে সাময়িক বিরতি পাবে শহর। সপ্তাহ অন্তে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।