বর্ষবরণে জাঁকিয়ে শীত, বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস! জানুন আবহাওয়ার আপডেট
কলকাতা: ডিসেম্বরের (December) শেষ মুহূর্তে এসে শীত উধাও। বড়দিনে কনকনে শীতের দেখা নেই। গত দশ বছরের রেকর্ড ভেঙেছে এদিন। উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে শহরবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার বৃষ্টির রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তবে বর্ষশেষ ও বর্ষবরণের সময় ফিরবে শীতের আমেজ। অপরদিকে দার্জিলিং-এ রয়েছে তুষারপাতের সম্ভবনা।
শীত ব্যাকফুটে। একের পর এক নিম্নচাপ ও পশ্চিমীঝঞ্ঝার জেরে রাজ্যে উধাও শীত। ফের বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভবনা। এছাড়াও শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিন কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভবনা।
রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নিম্নমুখী হবে পারদ। বর্ষবরণের রাতে ফিরবে শীতের আমেজ। কদিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট ও আংশিক মেঘলা আকাশ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় তিন ডিগ্রি পড়ল পারদ।
অপরদিকে, তুষারপাতের সমূহ সম্ভবনা দার্জিলিং-এ। হালকা বৃষ্টির সম্ভবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায়। আসন্ন সপ্তাহে পারদ নামবে উত্তরবঙ্গেও।