পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা
কলকাতা: শীত না পড়তে পড়তেই নিম্নচাপ, আর পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে শীত তার ব্যাটিং করতে গিয়েও থমকে যাচ্ছে। এবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ ও উত্তরে।
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ৯ জেলা ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা ও ধোঁয়াশা দেখা দেবে।
রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। মঙ্গলবার একই অবস্থা বজায় থাকবে। বুধবার বা বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। দার্জিলিঙে আগামী কয়েক দিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং তুষারপাতের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু এবং টুমলিং-এর মত এলাকায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। কুয়াশার আধিক্য থাকবে উত্তরবঙ্গে। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। আজ, সোমবার ও কাল, মঙ্গলবার ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গ জুড়ে।
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।