
কলকাতায় আকাশ মেঘলা, ৮ জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ
আজ সকাল থেকেই মনোরম আবহাওয়া (Weather Update) কলকাতা শহরজুড়ে। মাঝে মধ্যে রোদ উঠলেও, আকাশ হালকা মেঘলা। রোদের সেই তেজ নেই। আজও বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) রয়েছে বঙ্গে।
শুক্রবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস (Light to moderate rainfall with thunderstorms expected)দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
সেইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।
আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ৷ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে বৃষ্টি কারণে কিছু বুধবার থেকে কিছুটা তাপমাত্রার হেরফের হবে। নামবে পারদ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে পারদ। অপরদিকে উত্তরবঙ্গে আজও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার থেকে তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷