Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস, থাকবে কুয়াশার দাপট

Updated : 26 Nov, 2024 6:07 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: রাজ্যজুড়ে শীতের আমেজ। কলকাতায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। ইতিমধ্যেই শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। সপ্তাহ শেষে বৃষ্টির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু’এক জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। সপ্তাহর শেষে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলা শুষ্ক থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে।

জেলায় জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তুরে হাওয়া ঢোকায় এখনও কোনও বাধা নেই। সকালের দিকে বইছে উত্তরের হাওয়া। আকাশ পরিষ্কার হওয়ায় উত্তরে দেখা মিলছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমেছে। পুরুলিয়াও সোমবার রাতের তাপমাত্রায় পতন দেখেছে। সোমবার ভোরে পুরুলিয়ার তাপমাত্রা নেমে এসেছিল ১১.১ ডিগ্রিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, নভেম্বরের শেষে তাপমাত্রা একটু কমবে আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কলকাতা সহ জেলায় সকাল ও রাতে হালকা শীতের আমেজ।