Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

শীতের আমেজে ফের ব্যাঘাত, জেনে নিন আবহাওয়ার আপডেট  

Updated : 7 Dec, 2024 6:19 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীত। ভোরের দিকে তাপমাত্রা বেশ নীচের দিকেই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রাতের দিকে আবার শীত অনুভূত করা যাচ্ছে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। তবে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি।

সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। কলকাতায় (Kolkata) শীতের আমেজে সাময়িক বিরতি হতে পারে। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু’ এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে রবিবার ও সোমবার। সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।