Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

শীতের আমেজ থেকে আপাতত সাময়িক বিরতি! ফের দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Updated : 8 Dec, 2024 5:46 PM
AE: Krishnendu Ghosh
VO: Bhaswati Das
Edit: Mousumi Biswas

কলকাতা: কলকাতায় শীতের দেখা নেই! তারমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আজ থেকে হাওয়া বদল এর ইঙ্গিত। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থেকে আপাতত সাময়িক বিরতি পাবে শহরবাসী। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ।

কেমন থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা?
পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। রবিবার-সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে। সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার ও সোমবার। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি।