Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

ফের নিম্নচাপ! আজ থেকে বৃষ্টি শুরু জেলায় জেলায়, জানুন আপডেট

Updated : 5 Nov, 2024 6:12 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্ক কেটেছে। ওড়িশার বুকে ল্যান্ডফল করেছিল বঙ্গোপসাগরে তৈরি এই সাইক্লোন। তবে, এর প্রভাবে বাংলায় সেভাবে তাণ্ডব হয়নি। কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। কালীপূজা পেরোতেই ফের আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর সুত্রে খবর, আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে এটি শ্রীলঙ্কা এবং ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবও থাকবে রাজ্যের উপর।

আসন্ন এই নিম্নচাপের কারণে আজ থেকে উত্তর-মধ্য, দক্ষিণ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৌসম ভবন সুত্রে খবর, সমুদ্র উত্তাল থাকার কারণে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, আগামীকাল থেকে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলেও মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিস সুত্রে খবর, আজ কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আগামীকাল ও আগামী পরশু ভোরে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে শহরের বেশ কয়েকটি এলাকায়। মূলত আজ শহরজুড়ে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে যাবে। তাপমাত্রায় নতুন করে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী চার পাঁচ দিন আবহাওয়া এরকমই থাকবে বলে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গেও মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে বিকেলের দিকে কিছুটা মেঘলা আকাশ দেখা যেতে পারে জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে আজ তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের বৃদ্ধির ফলে সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার সৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

রবিবার থেকে উত্তরবঙ্গে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪-৫ দিন তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tags: