Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

জেলায় জেলায় শীতের আগমনী বার্তা

Updated : 28 Oct, 2023 3:44 PM
AE: Hasibul Molla
VO: Anannya Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাংলার ঘরে ঘরে আজ মা লক্ষ্মীপুজো (Lakshmi Puja)। সকাল থেকেই বাজারে ফল, সবজি কেনার ভিড় চোখে পড়ার মতো। লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরমধ্যেই সকাল থেকে হালকা ঠান্ডার অনুভূতি মিলছে। রাজ্যবাসীর মনে দোলা দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে আগামী ৩-৪ দিনে। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমবে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

চলতি বিশ্বকাপে ইডেনে শনিবার প্রথম ম্যাচ রয়েছে। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচ। এদিনের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা উড়িয়েছে হাওয়া অফিস। আজকে কলকাতার (Weather Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামতে পারে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে শহরে। তবে তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা নেই।